অত্র কার্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় এর অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) আওতাধীন ‘‘ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)'' বাগমারা, রাজশাহী নামে ০২ মার্চ, ২০১৬ সালে যাত্রা শুরু করে ০৩ (তিন) টি মডিউলে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে।
বর্তমানে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৮৬ টি ব্যাচে (প্রতি ব্যাচে ২৪ জন করে ) মোট ২০৬৪ (দুই হাজার চৌষট্টি ) জন শিক্ষককে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষন কার্যক্রমের ফলস্বরুপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম প্রসার লাভ করেছে এবং শিক্ষকবৃন্দ পেশাগত ও ব্যক্তিগত কাজে তথ্য-প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করছেন।
একই সাথে বার্ষিক শিক্ষা জরিপ, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস জরিপ, পিএমটি ভ্যালিডেশনসহ ব্যনবেইস এর অন্যান্য রুটিন কার্যক্রম মাঠপর্যায়ের সহায়তায় জোরদার হয়েছে। যার ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃঢ় হয়েছে এবং শিক্ষাতথ্য-পরিসংখ্যান সরবরাহ সহজতর হয়েছে।
এছাড়াও, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের সেবাগ্রহীতাবৃন্দের জন্য আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য সাইবার সেন্টার ও পুস্তকসমৃদ্ধ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে - যা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন এবং শিক্ষা-গবেষণা বিষয়ে সহায়ক ভূমিকা রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস