গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
বাগমারা, রাজশাহী।
web: uitrce.bagmara.rajshahi.gov.bd e-mail: ap_bagmara@banbeis.gov.bd
বিষয় |
বিবরণ |
মন্ত্রণালয় |
শিক্ষা মন্ত্রণালয় |
অধিদপ্তর/দপ্তর |
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) |
জেলা |
রাজশাহী |
উপজেলা |
বাগমারা |
অবস্থান |
উপজেলা পরিষদ কমপ্লেক্স, ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী। |
ভৌগলিক অবস্থান |
জেলা সদর হতে দূরত্ব 45 কিলোমিটার |
|
|
ভবন উদ্বোধন |
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০২ মার্চ, ২০১৬ সালে ভবনটি উদ্বোধন করেন। |
অফিস প্রধান |
সহকারী প্রোগ্রামার |
অফিসে কর্মচারীর পদসমূহ |
১। কম্পিউটার অপারেটর ০১ জন ২। ল্যাব এ্যাসিসটেন্ট ০১ জন ৩। নিরাপত্তা প্রহরী ০১ জন ৪| পরিচ্ছন্নতা কর্মী ০১ জন |
ভবনের সুবিধা সমূহ |
১। নীচতলায় ইউ.আই.টি.আর.সি.ই কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় । ২। ২য় তলায় ইউ.আই.টি.আর.সি.ই অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত ২৪টি ডেস্কটপ সম্বলিত আইসিটি ল্যাব, ০৫টি ডেস্কটপ সম্বলিত সাইবার সেন্টার ও ০২ শয্যা বিশিষ্ট গেস্টরুম। ৩। 3kv সম্পন্ন ডিজেল চালিত জেনারেটরের ব্যবস্থা। |
সংক্ষিপ্ত বিবরণ |
সরকার রূপকল্প ২০২১ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত আই.সি.টি শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভূক্ত করেছে এবং জাতীয় শিক্ষানীতি ও I.C.T Policy এর আলোকে আই.সি.টি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’ কর্তৃক “উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)” প্রকল্পে কোরিয়া সরকারের Economic Development and Cooperation Fund (EDCF) এর আওতায় Korea Exim Bank এর আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ১২৫টি ইউআইটিআরসিই নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ ও ৪ তলা ভিত সম্বলিত ২ তলা ভবন প্রতিষ্ঠিত করে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ মার্চ, ২০১৬ একযোগে উক্ত ১২৫টি ইউআইটিআরসিই শুভ উদ্ভোধন করেন। পরবর্তীতে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ ও তৃণমূল পর্যায়ে ই-সেবা প্রদানসহ দেশের শিক্ষাক্ষেত্রে আইসিটি শিক্ষা প্রসারে ইউআইটিআরসিই সমূহ অবদান রেখে আসছে। তাছাড়া সরকারের ভিশন–২০২১, Sustainable Development Goals (SDGs) -2030 ও রপকল্প–২০৪১ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। সর্বোপরি UITRCE-সমূহ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমানে সরকার ২য় পর্যায়ে ১৬০টি উপজেলাতে UITRCE নির্মাণ কার্যক্রম চলমান রেখেছে এবং ৩য় পর্যায়ে দেশের অবশিষ্ট উপজেলাগুলোতে UITRCE স্থাপনের পরিকল্পনা করেছেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস